শিরোনাম
বার্ষিক গোপনীয় অনুবেদন ডোসিয়ার কর্মকর্তার নিকট জমাদান
বিস্তারিত
২০২৪ সালের এসিআর প্রধান শিক্ষকগণ তাঁর নিজেরটাসহ অধিনস্ত সহকারি শিক্ষকগণের আলাদা আলাদা খামে ভরে সিলগালা করে বিদ্যালয়ের নামাঙ্কিত ফাইলে একত্রিত করবেন। এরপর উপজেলা শিক্ষা অফিসে কর্মরত ডোসিয়ার কর্মকর্তা জনাব মোঃ তারিক ইকবাল এর নিকট আগামী ১৯/৩/২৫ তারিখের মধ্যে জমা দেবেন। শিক্ষকগণের হাতে হাতে থাকা এসিআর গ্রহনযোগ্য নয়। ডোসিয়ার কর্মকর্তা এসিআর সংগ্রহ করবেন এবং প্রয়োজন অনুযায়ী তিনি অফিসে সরবরাহ করবেন। বিষয়টি অতীব জরুরী।